কারবালার আগের ঘটনা ও ইতিহাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইবনে আদ্বি রাব্বি মালিকী তাঁর আকদুল ফরিদ গ্রন্থের দ্বিতীয় খন্ডে সাকিফার হাদিসে ও আব্দুল আজিজ যাওহারী তাঁর আস সকিফা গ্রন্থে বর্ণনাটি করেছেন এইভাবে যে

© Azader Media

হজরাত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু খলিফা হওয়ার পর বাইয়াত গ্রহণ এর অভিযান শুরু করেন, এর প্রথম লক্ষ্য ছিল হযরত আলী আলাইহিস সালাম। কারণ হযরত আলী আলাইহিস সালাম ছিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাই সালাম এর কর্তৃক

নিযুক্ত একমাত্র বৈধ অধিকারী বিদায় তার পক্ষ হতে অবৈধ খলিফার বিপদের আশঙ্কা করেছিলেন সবচেয়ে বেশি। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর নির্দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু একদল সৈন্য সহ হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালামের বাস গ্রহে অবরোধ করতে পাঠালেন। হযরত ওমর হযরত ফাতেমা আলাইহিস সালামের বাস গ্রহে অবরোধ করে স্বদম্ভে বললেন। ঘরে যারা আছে তারা বেরিয়ে যদি আবু বক্করের বাইয়াত না নেও তবে ঘর জ্বালিয়ে দেওয়া হবে''। তখন লোকেরা বলছিল, আরে এখানে তো নবী নন্দিনী হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালাম আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর আবারো স্বদম্ভে বলেছিলেন, থাকুক। এরপর হযরত আলী আলাইহিস সালাতু সালামের হুকুমে হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালাম দরজায় এসে দাঁড়ালেন যাতে তাকে দেখে অন্তত এরা সমীহ করে। কিন্তু কার্য তার বিপরীত দেখে হযরত ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা বন্ধ করে দেন। এবং হযরত ওমর তখন দরজায় সজোরে আঘাত করেন। ফলে দরজা ভেঙ্গে গিয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালামের গায়ের উপর গিয়ে পড়ে। ফলে দরজার আঘাতে ফাতেমা আলাইহিস সালাতু সালামের পাজরের হাড় ভেঙ্গে যায় এবং তদ্দরুন তাঁর গর্ভপাত হয় এবং তাঁর সন্তানটি মারা যায়। খাতুনে জান্নাত হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালাম হযরত আবু বক্কর ও উমরের উদ্দেশ্যে বলেছিলেন । খোদার কসম প্রত্যেক নামাজের সময় আমি তোমরা দুজনের জন্য বদদোয়া করতে থাকবো''। ঘটনা দৃষ্টে বোঝা যাচ্ছে হযরত আবু বকর ও হযরত ওমর সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা আলাইহিস সালাতু সালামের বদদোয়া প্রাপ্ত হলেন।


 হযরত ফাতেমা সম্পর্ক রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,' ফাতেমা আমার কলিজার টুকরা, যে তাকে রাগান্বিত করলো সে যেন আমাকে রাগান্বিত করল


(বোখারী হাদিস)

Next Post Previous Post