যেই রাসূল ছিল ঈমান
যেই রাসূল ছিল ঈমান, ইয়াজিদেরা সেই রাসূলকে বানাইছে ঈমানদার,
যেই রাসূল ছিলেন ইসলাম, ইয়াজিদেরা সেই রাসূল কে বানাইছে মুসলমান,
ঈমানের মাপকাঠি যদি কালেমা তুত ত্যাইয়েবা হয়,
তবে এর এক প্রান্তে( লা-ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তেই
তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে অয়াসাল্লাম)
যতো টুকু জায়গা জুরে লা-ইলাহা ইল্লাল্লাহ,
ততোটুকু জায়গা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাঃ,
এক জন বিধর্মী শিক্ষককে যদি দাড়িয়ে সালাম দেওয়া হয়
তখন তাদের গা জ্বলে না, ভক্তির সাথে সালাম করে,
আর যখন রাসূল পাক সাঃ কে দাড়িয়ে সালাম দেওয়া হয়
তখনই শুরু হয় ফতোয়া বাজি, নাজায়েজ, শিরক,বিদআদ,
ওরা যদি মানতো রাসূল পাক সাঃ হলেন ঈমান,
রাসূল পাক সাঃ ই ইসলাম, তবে তারা বেইমান হতোনা,
ঈমান ছাড়া ঈমানদার হওয়া যায় না,
ইসলাম ছাড়া মুসলমান হওয়া যায় না,
এ ছাড়া দ্বিতীয় আর কোন পথ নেই,
রাসূল সাঃ ই ঈমান,
রাসূল সাঃ ই ইসলাম।
যেই রাসূল ছিল ঈমান, ইয়াজিদেরা সেই রাসূলকে বানাইছে ঈমানদার,
যেই রাসূল ছিলেন ইসলাম, ইয়াজিদেরা সেই রাসূল কে বানাইছে মুসলমান,
ঈমানের মাপকাঠি যদি কালেমা তুত ত্যাইয়েবা হয়,
তবে এর এক প্রান্তে( লা-ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তেই তো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে অয়াসাল্লাম)
যতো টুকু জায়গা জুরে লা-ইলাহা ইল্লাল্লাহ,
ততোটুকু জায়গা নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাঃ,
এক জন বিধর্মী শিক্ষককে যদি দাড়িয়ে সালাম দেওয়া হয়
তখন তাদের গা জ্বলে না, ভক্তির সাথে সালাম করে,
আর যখন রাসূল পাক সাঃ কে দাড়িয়ে সালাম দেওয়া হয়
তখনই শুরু হয় ফতোয়া বাজি, নাজায়েজ, শিরক,বিদআদ,
ওরা যদি মানতো রাসূল পাক সাঃ হলেন ঈমান,
রাসূল পাক সাঃ ই ইসলাম, তবে তারা বেইমান হতোনা,
ঈমান ছাড়া ঈমানদার হওয়া যায় না,
ইসলাম ছাড়া মুসলমান হওয়া যায় না,
এ ছাড়া দ্বিতীয় আর কোন পথ নেই,
রাসূল সাঃ ই ঈমান,
রাসূল সাঃ ই ইসলাম।